04-04-2015, 11:26 PM
কাহপা সিন্টিউ
রাঙামাটিতে বাস থেকে নেমে যখন হোটেলে ঢুকলাম তখন রাত হয়ে গেছে। সামি ভাইকে বললাম, খাবেন কোথায়?
- দেখি আশেপাশে যা পাওয়া যায়
- আপনার ফ্রেন্ড তো এখনও কলব্যাক করলো না
- হু তাই দেখছি, রিয়েলী স্ট্রেইঞ্জ
বনরূপায় রেস্টুরেন্টে খেতে খেতে সামি ভাই বললো, সিনথীর সাথে ব্রেকআপ করলে কেন? মেয়েটা খুব সুইট ছিলো
আমি এক মুহুর্ত চুপ থেকে বললাম, কি বলব, হাপিয়ে উঠছিলাম তাই হয়তো
আসলে আমি নিজেও নিশ্চিত না কাজটা ঠিক হয়েছে কি না। একবছরের বেশী সিনথী আর আমি একসাথে ছিলাম। শেষদিকে কেমন দমবন্ধ হয়ে আসছিল, যত সময় যাচ্ছিল তত মনে হচ্ছিল নিজের জীবনের নিয়ন্ত্রনটা নিজের হাতে রাখা দরকার। সামি ভাইকে বললাম, আপনার ফ্রেন্ড awol হলে আমাদের প্ল্যান বি কি হবে?
ফোনের চিৎকারে ঘুম ভাঙলো। সামি ভাই ধড়মড়িয়ে উঠে ফোন ধরলেন, শালা কই ছিলি, আমরা তো ঢাকায় ফেরত যাওয়ার জন্য রেডী হচ্ছিলাম। সঞ্জীব লুসাই ওরফে সঞ্জীবদা এসে বললেন, স্যরি গতকাল সারাদিন রাঙামাটির বাইরে ছিলাম, ফোন ছিল না সাথে। আমাকে দেখে বললেন, কি অবস্থা তানিম? রেডী? একবার রওনা হলে কিন্তু ফেরার উপায় নেই।
সামি ভাই, সঞ্জীবদা দুজনেই আর্কির। টার্ম ফাইনালের পর চার সপ্তাহের বন্ধ, সদ্য মুক্তি পেয়ে কিছু একটা করার জন্য মনটা আকু পাকু করছিল, সামি ভাই যখন বললেন তখন আর না করি নি। উনি এ এলাকায় আগেও এসেছেন, তবে বর্ডার কখনো পার হন নি। লঞ্চে সুবলং হয়ে তারপর বোটে হরিনা বাজার পৌছুতে আধা দিন চলে গেল। শীত আসি আসি করছে। ব্যাকপ্যাক নিয়ে বাজার পার হয়ে সঞ্জীবদার পরিচিত বাড়ীতে যখন এলাম তার আগেই সুর্যটা পাহাড়ের পেছনে টুপ করে ডুবে গেছে। এদিকে এখনও বাঙালী বসতি কম। একসময় চাকমা আর মারমারা পুরো চট্টগ্রাম জুড়েই ছিল। জমি হারাতে হারাতে এখন এই শেষ অংশে এসে পৌছেছে। সামি ভাই বললেন, আমি যতদুর জানি চট্রগ্রাম নামটা আসলে সীতাকুন্ড থেকে এসেছে। খুব সম্ভব চারশো বছর আগেও এখনকার চট্টগ্রাম নোয়াখালী এগুলো রাখাইনদের এলাকা ছিল। রাজধানী সীতাকুন্ডকে ওরা উচ্চারন করতো সিটকং সেটাই ইংরেজীতে চিটাগং হয়ে পরে কেউ বাংলায় মিলিয়ে রেখেছে চট্রগ্রাম। বাঙালী জনসংখ্যার চাপে ক্রমশ ওরা বসতি হারিয়েছে। এরওপর পাকিস্তানী আর বাংলাদেশের মিলিটারী ডিক্টেটরিয়াল আমলে সরকারী চাপ তো ছিলই।
আমাদের আসার কথা আগেই বলা ছিল। বাসায় তিনচার জন বয়স্ক লোক/মহিলা আর বেশ কয়েকটা ছোট বাচ্চা। নিজেদের মধ্যে চাকমা ভাষায় কথা বলছিল, পুরোপুরি না বুঝলেও দুয়েকটা শব্দ বাংলা শব্দের খুব কাছাকাছি অনুমান করা যায়। সামি ভাই বললেন, ওনারা এত কষ্ট করে রান্না বান্না করেছেন, কষ্টের মধ্যে ফেলে দিলাম
সঞ্জীবদা বললেন, নো প্রবলেম ম্যান, এদিকের গ্রামের লোকজন এখনও খুব আন্তরিক, তোরা মন দিয়ে খেয়ে নে
রাত নামতে এমন ঘুটঘুটে অন্ধকার বহুদিন দেখেছি বলে মনে পড়ে না। আকাশে তারা ঝিকমিক করছে। সিগারেট ফুকতে ফুকতে সামি ভাইরা কালকের প্ল্যান নিয়ে আলাপ করছিলেন। এখান থেকে মিজোরামের বর্ডার পাচ কিলোমিটারের বেশী না, সঞ্জীবদা তবু বলছেন সারাদিন লেগে যেতে পারে, বর্ডার অবশ্যই দিনের বেলা পার হতে হবে, নাহলে বড় ধরনের ঝামেলায় জড়িয়ে যেতে পারি। আমি পরিস্থিতির সিরিয়াসনেস হাতড়ে নেয়ার চেষ্টা করলাম। বর্ডারে গুলি টুলি খেয়ে বসলে তো আসলেই ঝামেলা।
ভোররাতে ঠেলেঠুলে উঠিয়ে দিলেন সঞ্জীবদা। একটা ডিঙিতে আমরা তিনজন আর বাসা থেকে বয়স্ক একজন লোক যাচ্ছে। ব্যাগে করে কিছু খাবার ঢুকিয়ে দিল এরা। বাচ্চাগুলোও উঠে গেছে। একরাতই ছিলাম মাত্র, তবু যাওয়ার সময় গালি গায়ে হাফ প্যান্ট পড়া পোলাপান গুলোকে দেখে মায়া লাগছিল। আধাঘন্টা উত্তরে গিয়ে একটা খালে ঢুকে গেল ডিঙি। এরকম খাল দেখি নি। সরু হতে হতে একেবারে ডেড এন্ডে এসে শেষ হয়ে গেল। সঞ্জীবদা বললেন বাকিটুকু হেটে যেতে হবে। একদম যে জনমানবহীন তা নয়। দুরে দুরে লোকজনের গলার আওয়াজ পাওয়া যায়। টিলাগুলোর মাথায় লোকজনের বাড়ী। সামি ভাই বললেন, তুই শিওর বিডিআর বিএসএফ এখানে আটকাবে না
- শিওর কিভাবে হই রে। তবে সম্ভাবনা কম
এই গল্পটা যে সময়ের তখনও এঅংশের বর্ডারে কাটাতারের দেয়াল তোলা হয় নি। বছরদুয়েক পর সঞ্জীবদার কাছে শুনেছিলাম এখন নাকি পাহাড়া বসিয়েছে। দুরত্ব কম, তবু রাস্তাবিহীন পাহাড়ী জঙ্গল হেটে পার হতে অনেক সময় নিল। সেই একই নদী ঘুরে ফিরে আবার এখানে এসেছে। কেমন সুনসান নীরবতা। আধঘন্টার মত অপেক্ষার পর বাশের ভেলায় একজন লোকের দেখা পাওয়া গেল। সঞ্জীবদা হাতছানি দিয়ে পারে ভীড়তে বললেন। কিছু টাকা ধরিয়ে দিতে লোকটা তার ভেলায় উঠতে দিল। বাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সম্ভবত কোন বাজারে। ঐ লোকের সাথে কথা বলে অপর পাড়ে নেমে গেলাম আমরা। তিনজনের পকেটেই ইন্ডিয়ান রুপী। যদি কেউ ধরে, সাধারনত বখশীশ দিলে ঝামেলা করে না। নদীর ধার ঘেষে প্রায় অব্যবহৃত পথ দিয়ে অনেকক্ষন হেটে ছোট বাজারে পৌছলাম। সবাই কিছুটা হলেও টেন্সড। ইলীগালী আরেকটা দেশে ঢুকছি। যদিও সঞ্জীবদার কথামত প্রতিদিন বহুলোক পার হচ্ছে। আর এখানকার বর্ডার পশ্চিমবঙ্গের মত সেনসিটিভ নয়। বিডিআর তো বলতে গেলে পাহাড়াই দেয় না। বিএসএফও যা দেয় লোকাল সেপারেটিস্টদের চাপে পড়ে।
রাতটা দেমাগিরিতে কাটিয়ে খুব সকালে ডিঙি নিয়ে রওনা হলাম তিনজনে। ঘন্টা তিনেক উজান বেয়ে মুল নদী থেকে একটা আকাবাকা ছড়া ধরে যতদুর সম্ভব গেলাম। এ এলাকা একেবারেই জনশুন্য। পাখি আর ঝিঝির ডাক ছাড়া কোন শব্দ নেই। আমি বললাম, বাঘ ভালুকে ধরবে না তো। সঞ্জীবদা হাসতে হাসতে বললেন, তা তো ধরতেই পারে। আর বাঘ তো মামুলী, কত রকম ভূত প্রেত পরী আছে এই জঙ্গলে। এখানে কেউ কাউকে মেরে রেখে গেলেও খবর যাবে না।
- এরকম ঘটনা প্রায়ই ঘটে নাকি?
- এখন হয় না, আগে হতো, সেপারেটিস্টদের মুভমেন্ট যখন বেশী ছিল তখন খুনোখুনি তো হতই
- মুভমেন্টের এখন কি অবস্থা?
- আছে তবে দুর্বল হয়ে যাচ্ছে, তবে বাংলাদেশে যেমন থেমে গেছে তেমন হয় নি
সামী ভাই বললেন, আসলে এখানকার সেপারেটিস্ট মুভমেন্ট মুলত পাকিস্তানের টাকায় চলে। বাংলাদেশের মধ্যে পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলোও জড়িত। এছাড়া ট্রাইবালিজম ইকোনোমিক ডিসপ্যারিটি তো আছেই। তবে হালে আগুন নিয়ে খেলতে গিয়ে পাকিস্তানের নিজের ঘরেই আগুন লাগায় ফান্ডিং হয়তো কমে আসছে।
- পাকিস্তান আইএসআই নিঃসন্দেহে বড় ফ্যাক্টর তবে অন্যান্য কারনও আছে
কথা শুনতে শুনতে আমি জিপিএস রিডিং গুলো কাগজে টুকে রাখছি। রেক্সিনের বুট পড়ে আছি, তবু বারবার মনে হয় জোকে ধরেছে। বেসিক সারভাইভিং স্কিলের ট্রেনিং নেয়া আছে, তবু হারিয়ে গেলে খবর হয়ে যাবে। একবেলা থ্রীল খুজতে এসে বাপ মায়ের দেয়া জীবনটা না বেঘোরে হারিয়ে বসি। আমি বললাম, আপনাদের গন্তব্যস্থল কত দুরে?
- বেশ দুরে এখনও। রাত কাটাতে হবে জঙ্গলে।
সামি ভাই বললেন, তানিমকে সেই দেবীর গল্পটা বল
- কোন দেবীর?
- কাহপা সিনটিউ না কি যেন বলেছিলি
- ওহ, আমি নিজেও ভুলে গেছি, জঙ্গলের দেবী। ভীষন সুন্দরী
- ডাইনী?
- দেখি আশেপাশে যা পাওয়া যায়
- আপনার ফ্রেন্ড তো এখনও কলব্যাক করলো না
- হু তাই দেখছি, রিয়েলী স্ট্রেইঞ্জ
বনরূপায় রেস্টুরেন্টে খেতে খেতে সামি ভাই বললো, সিনথীর সাথে ব্রেকআপ করলে কেন? মেয়েটা খুব সুইট ছিলো
আমি এক মুহুর্ত চুপ থেকে বললাম, কি বলব, হাপিয়ে উঠছিলাম তাই হয়তো
আসলে আমি নিজেও নিশ্চিত না কাজটা ঠিক হয়েছে কি না। একবছরের বেশী সিনথী আর আমি একসাথে ছিলাম। শেষদিকে কেমন দমবন্ধ হয়ে আসছিল, যত সময় যাচ্ছিল তত মনে হচ্ছিল নিজের জীবনের নিয়ন্ত্রনটা নিজের হাতে রাখা দরকার। সামি ভাইকে বললাম, আপনার ফ্রেন্ড awol হলে আমাদের প্ল্যান বি কি হবে?
ফোনের চিৎকারে ঘুম ভাঙলো। সামি ভাই ধড়মড়িয়ে উঠে ফোন ধরলেন, শালা কই ছিলি, আমরা তো ঢাকায় ফেরত যাওয়ার জন্য রেডী হচ্ছিলাম। সঞ্জীব লুসাই ওরফে সঞ্জীবদা এসে বললেন, স্যরি গতকাল সারাদিন রাঙামাটির বাইরে ছিলাম, ফোন ছিল না সাথে। আমাকে দেখে বললেন, কি অবস্থা তানিম? রেডী? একবার রওনা হলে কিন্তু ফেরার উপায় নেই।
সামি ভাই, সঞ্জীবদা দুজনেই আর্কির। টার্ম ফাইনালের পর চার সপ্তাহের বন্ধ, সদ্য মুক্তি পেয়ে কিছু একটা করার জন্য মনটা আকু পাকু করছিল, সামি ভাই যখন বললেন তখন আর না করি নি। উনি এ এলাকায় আগেও এসেছেন, তবে বর্ডার কখনো পার হন নি। লঞ্চে সুবলং হয়ে তারপর বোটে হরিনা বাজার পৌছুতে আধা দিন চলে গেল। শীত আসি আসি করছে। ব্যাকপ্যাক নিয়ে বাজার পার হয়ে সঞ্জীবদার পরিচিত বাড়ীতে যখন এলাম তার আগেই সুর্যটা পাহাড়ের পেছনে টুপ করে ডুবে গেছে। এদিকে এখনও বাঙালী বসতি কম। একসময় চাকমা আর মারমারা পুরো চট্টগ্রাম জুড়েই ছিল। জমি হারাতে হারাতে এখন এই শেষ অংশে এসে পৌছেছে। সামি ভাই বললেন, আমি যতদুর জানি চট্রগ্রাম নামটা আসলে সীতাকুন্ড থেকে এসেছে। খুব সম্ভব চারশো বছর আগেও এখনকার চট্টগ্রাম নোয়াখালী এগুলো রাখাইনদের এলাকা ছিল। রাজধানী সীতাকুন্ডকে ওরা উচ্চারন করতো সিটকং সেটাই ইংরেজীতে চিটাগং হয়ে পরে কেউ বাংলায় মিলিয়ে রেখেছে চট্রগ্রাম। বাঙালী জনসংখ্যার চাপে ক্রমশ ওরা বসতি হারিয়েছে। এরওপর পাকিস্তানী আর বাংলাদেশের মিলিটারী ডিক্টেটরিয়াল আমলে সরকারী চাপ তো ছিলই।
আমাদের আসার কথা আগেই বলা ছিল। বাসায় তিনচার জন বয়স্ক লোক/মহিলা আর বেশ কয়েকটা ছোট বাচ্চা। নিজেদের মধ্যে চাকমা ভাষায় কথা বলছিল, পুরোপুরি না বুঝলেও দুয়েকটা শব্দ বাংলা শব্দের খুব কাছাকাছি অনুমান করা যায়। সামি ভাই বললেন, ওনারা এত কষ্ট করে রান্না বান্না করেছেন, কষ্টের মধ্যে ফেলে দিলাম
সঞ্জীবদা বললেন, নো প্রবলেম ম্যান, এদিকের গ্রামের লোকজন এখনও খুব আন্তরিক, তোরা মন দিয়ে খেয়ে নে
রাত নামতে এমন ঘুটঘুটে অন্ধকার বহুদিন দেখেছি বলে মনে পড়ে না। আকাশে তারা ঝিকমিক করছে। সিগারেট ফুকতে ফুকতে সামি ভাইরা কালকের প্ল্যান নিয়ে আলাপ করছিলেন। এখান থেকে মিজোরামের বর্ডার পাচ কিলোমিটারের বেশী না, সঞ্জীবদা তবু বলছেন সারাদিন লেগে যেতে পারে, বর্ডার অবশ্যই দিনের বেলা পার হতে হবে, নাহলে বড় ধরনের ঝামেলায় জড়িয়ে যেতে পারি। আমি পরিস্থিতির সিরিয়াসনেস হাতড়ে নেয়ার চেষ্টা করলাম। বর্ডারে গুলি টুলি খেয়ে বসলে তো আসলেই ঝামেলা।
ভোররাতে ঠেলেঠুলে উঠিয়ে দিলেন সঞ্জীবদা। একটা ডিঙিতে আমরা তিনজন আর বাসা থেকে বয়স্ক একজন লোক যাচ্ছে। ব্যাগে করে কিছু খাবার ঢুকিয়ে দিল এরা। বাচ্চাগুলোও উঠে গেছে। একরাতই ছিলাম মাত্র, তবু যাওয়ার সময় গালি গায়ে হাফ প্যান্ট পড়া পোলাপান গুলোকে দেখে মায়া লাগছিল। আধাঘন্টা উত্তরে গিয়ে একটা খালে ঢুকে গেল ডিঙি। এরকম খাল দেখি নি। সরু হতে হতে একেবারে ডেড এন্ডে এসে শেষ হয়ে গেল। সঞ্জীবদা বললেন বাকিটুকু হেটে যেতে হবে। একদম যে জনমানবহীন তা নয়। দুরে দুরে লোকজনের গলার আওয়াজ পাওয়া যায়। টিলাগুলোর মাথায় লোকজনের বাড়ী। সামি ভাই বললেন, তুই শিওর বিডিআর বিএসএফ এখানে আটকাবে না
- শিওর কিভাবে হই রে। তবে সম্ভাবনা কম
এই গল্পটা যে সময়ের তখনও এঅংশের বর্ডারে কাটাতারের দেয়াল তোলা হয় নি। বছরদুয়েক পর সঞ্জীবদার কাছে শুনেছিলাম এখন নাকি পাহাড়া বসিয়েছে। দুরত্ব কম, তবু রাস্তাবিহীন পাহাড়ী জঙ্গল হেটে পার হতে অনেক সময় নিল। সেই একই নদী ঘুরে ফিরে আবার এখানে এসেছে। কেমন সুনসান নীরবতা। আধঘন্টার মত অপেক্ষার পর বাশের ভেলায় একজন লোকের দেখা পাওয়া গেল। সঞ্জীবদা হাতছানি দিয়ে পারে ভীড়তে বললেন। কিছু টাকা ধরিয়ে দিতে লোকটা তার ভেলায় উঠতে দিল। বাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সম্ভবত কোন বাজারে। ঐ লোকের সাথে কথা বলে অপর পাড়ে নেমে গেলাম আমরা। তিনজনের পকেটেই ইন্ডিয়ান রুপী। যদি কেউ ধরে, সাধারনত বখশীশ দিলে ঝামেলা করে না। নদীর ধার ঘেষে প্রায় অব্যবহৃত পথ দিয়ে অনেকক্ষন হেটে ছোট বাজারে পৌছলাম। সবাই কিছুটা হলেও টেন্সড। ইলীগালী আরেকটা দেশে ঢুকছি। যদিও সঞ্জীবদার কথামত প্রতিদিন বহুলোক পার হচ্ছে। আর এখানকার বর্ডার পশ্চিমবঙ্গের মত সেনসিটিভ নয়। বিডিআর তো বলতে গেলে পাহাড়াই দেয় না। বিএসএফও যা দেয় লোকাল সেপারেটিস্টদের চাপে পড়ে।
রাতটা দেমাগিরিতে কাটিয়ে খুব সকালে ডিঙি নিয়ে রওনা হলাম তিনজনে। ঘন্টা তিনেক উজান বেয়ে মুল নদী থেকে একটা আকাবাকা ছড়া ধরে যতদুর সম্ভব গেলাম। এ এলাকা একেবারেই জনশুন্য। পাখি আর ঝিঝির ডাক ছাড়া কোন শব্দ নেই। আমি বললাম, বাঘ ভালুকে ধরবে না তো। সঞ্জীবদা হাসতে হাসতে বললেন, তা তো ধরতেই পারে। আর বাঘ তো মামুলী, কত রকম ভূত প্রেত পরী আছে এই জঙ্গলে। এখানে কেউ কাউকে মেরে রেখে গেলেও খবর যাবে না।
- এরকম ঘটনা প্রায়ই ঘটে নাকি?
- এখন হয় না, আগে হতো, সেপারেটিস্টদের মুভমেন্ট যখন বেশী ছিল তখন খুনোখুনি তো হতই
- মুভমেন্টের এখন কি অবস্থা?
- আছে তবে দুর্বল হয়ে যাচ্ছে, তবে বাংলাদেশে যেমন থেমে গেছে তেমন হয় নি
সামী ভাই বললেন, আসলে এখানকার সেপারেটিস্ট মুভমেন্ট মুলত পাকিস্তানের টাকায় চলে। বাংলাদেশের মধ্যে পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলোও জড়িত। এছাড়া ট্রাইবালিজম ইকোনোমিক ডিসপ্যারিটি তো আছেই। তবে হালে আগুন নিয়ে খেলতে গিয়ে পাকিস্তানের নিজের ঘরেই আগুন লাগায় ফান্ডিং হয়তো কমে আসছে।
- পাকিস্তান আইএসআই নিঃসন্দেহে বড় ফ্যাক্টর তবে অন্যান্য কারনও আছে
কথা শুনতে শুনতে আমি জিপিএস রিডিং গুলো কাগজে টুকে রাখছি। রেক্সিনের বুট পড়ে আছি, তবু বারবার মনে হয় জোকে ধরেছে। বেসিক সারভাইভিং স্কিলের ট্রেনিং নেয়া আছে, তবু হারিয়ে গেলে খবর হয়ে যাবে। একবেলা থ্রীল খুজতে এসে বাপ মায়ের দেয়া জীবনটা না বেঘোরে হারিয়ে বসি। আমি বললাম, আপনাদের গন্তব্যস্থল কত দুরে?
- বেশ দুরে এখনও। রাত কাটাতে হবে জঙ্গলে।
সামি ভাই বললেন, তানিমকে সেই দেবীর গল্পটা বল
- কোন দেবীর?
- কাহপা সিনটিউ না কি যেন বলেছিলি
- ওহ, আমি নিজেও ভুলে গেছি, জঙ্গলের দেবী। ভীষন সুন্দরী
- ডাইনী?
Pleaes visit my thread and post your valuable comments and suggestions
Adult Photos : 1. Huge Booby Women - for pleasure of your eyes. | 2. Desi Female Photo Set - Huge Collection | 3. Self Potrait of a Big Booby Desi girl | 4. Sumi from Tangail (Bangladesh) - Full Set | 5. Fat wife Mohini - Complete Set | 6. Hot Danica - Photo Sets & All of my Threads
Stories : Please click here to go to Index Thread of Stories posted by me in en.roksbi.ru.
Stories : Please click here to go to Index Thread of Stories posted by me in en.roksbi.ru.
All the materials are collected from internet. For any objection I will remove the same ASAP.